Monday, March 24, 2025
দেশ

সবার আগে আমি ভারতীয়, তারপর তামিল: ইসরো প্রধান কে শিবন

নয়াদিল্লি: ভারতের রকেটম্যান হিসেবে জনপ্রিয় ইসরো প্রধান কে শিবন তার ছোট্ট একটি কথায় গোটা দেশবাসীর মন জয় করে নিয়েছেন। চন্দ্রযান ২ মিশনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন ৷ ইসরো প্রধান কে শিবনের জীবনের ছোট ছোট লড়াই আপমার ভারতবাসীর মুখে-মুখে। চন্দ্রযান ২ পুরোপুরি সাফল্য না পেলেও গত কয়েকদিনে তিনি যেন সকলের নয়নের মণি হয়ে উঠেছেন। এবার তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গেল তাঁর একটা ছোট্ট উক্তিতে। এরপর সোশ্যাল মিডিয়ায় চলছে প্রশংসার বন্যা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবন জানিয়েছেন, আমি সবার প্রথমে একজন ভারতীয়। তারপর তামিল। ভিডিওটির ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, ২০১৮ জানুয়ারি মাসে সান টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরো প্রধানকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, তামিল হয়ে আপনি এত বড় পদে পৌঁছেছেন, তামিলনাড়ুর মানুষকে কী বার্তা দিতে চান ? এর জবাবে কে শিবন বলেন, আমি সবার প্রথমে একজন ভারতীয়। আমি একজন ভারতীয় হিসেবে ইসরোতে যোগদান করি। ইসরো এমন একটা জায়গা যেখানে সব ধর্ম, সব ভাষার মানুষ একত্রে কাজ করে।


তবে কৃষক পরিবারে জন্মগ্রহণ করা শিবনের কাছে ইসরোয় স্থান পাওয়া মোটেও সহজ ছিল না। চন্দ্রযান ২ মিশনের পর দেশের শিশুদের কাছে শিবন এখন রোল মডেল। অনেক ছাত্রছাত্রী তাঁর মতো হওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা বলছেন, শিবন আমাদের শিখিয়েছেন, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে জীবনে কোনওকিছুই অসম্ভব নয়। সেই পরিস্থিতির মধ্যেই শিবনের এই বক্তব্য শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশের কাছেই তাঁকে অনুপ্রেরণাদাতা করে তুলবে।