Tuesday, November 18, 2025
দেশ

ভারত বিরোধী স্লোগানের মাঝে ‘তেরঙ্গা’ হাতে একা এক ভারতীয় যুবক, সাহস ও দেশপ্রেমকে কুর্নিশ

ফ্রাঙ্কফুর্ট: গত ১৫ আগস্ট ভারতবাসী যখন দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করছিলেন তখন জার্মানির ফ্রাঙ্কফুর্টে ভারত বিরোধী মিছিল বের করে একদল পাকিস্তানি ও খালিস্থানপন্থীরা। মিছিলে ভারত বিরোধী স্লোগান দেয় তারা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও চলে আপত্তিকর স্লোগান। ভারত বিরোধী স্লোগান দেওয়ার সময় রাস্তার ছিলেন এক ভারতীয় যুবক, তাঁর হাতে ছিল ভারতের জাতীয় পতাকা।

ফ্রাঙ্কফুর্টের রাস্তায় ভারত বিরোধীদের চিৎকারে চেঁচামেচি পারেনি ওই ভারতীয় যুবকের একার কণ্ঠ দমিয়ে দিতে। দেশপ্রেমিক ওই যুবকের নাম প্রশান্ত ভেঙ্গুরলেকার। ওই যুবকের‌ই শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফ্রাঙ্কফুর্টের রাস্তায় পাকিস্তানের পতাকা হাতে ভারত বিরোধী মিছিল। রাস্তায় দাঁড়িয়ে প্রশান্ত, একাই বিরোধীদের সামনে ওড়াচ্ছেন জাতীয় পতাকা। তাঁকে দেখে ক্ষেপে ওঠে বিক্ষোভকারীরা, শুরু হয় গালিগালাজ। অনেকেই তেড়ে আসে তাঁকে মারতে। কিন্তু প্রশান্ত সেদিকে ভ্রুক্ষেপ না করে পতাকা ওড়াচ্ছিলেন, নিজের অবস্থান থেকে এক চুল নড়েননি তিনি।


প্রশান্তের এই অদম্য সাহস ও দেশপ্রেম দেখে উচ্ছ্বসিত গোটা ভারতবাসী। টুইটারে ভূয়সী প্রশংসা করা হয়েছে তাঁকে। বলিউড অভিনেতা রীতেশ দেশমুখও তাঁর সাহসের কথা উল্লেখ করে টুইট করেছেন।

এদিকে, বেলুচ পিপলস কংগ্রেসের চেয়ারপারসন নায়লা কাদরি বেলুচ বলেছেন, পাকিস্তানের স্বাধীনতা দিবস মানবজাতির ইতিহাসে ‘কালো দিবস’। পাক সেনাবাহিনী লাগাতার হত্যা, ডাকাতি, ধর্ষণ, মানুষকে ধর্মান্তরিত এবং বেলুচদের জমি দখল করে চলেছে। বেলুচদের জন্য ১৪ আগস্ট হল নিকৃষ্ট দিন, মানব ইতিহাসের গণহত্যার দিনগুলির মতো সবচেয়ে ভয়াবহ দিন।