Monday, March 24, 2025
দেশ

মোটর সাইকেলে করে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাসে পৌঁছে গেল ভারতীয় সেনাবাহিনী

লাদাখ: ফের আরও একবার দেশের মুখ উজ্জ্বল করল ভারতীয় সেনাবাহিনী। মোটর সাইকেলে করে লাদাখে ১৫০০ কিলোমিটার দুর্গম পথ ভেঙে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাসে পৌঁছে গেল ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল কর্প (AMC)-এর আট সদস্যের একটি দল।

ভারতীয় সেনাবাহিনী তরফে আরও জানানো হয়, ডিজিএমএস (সেনাবাহিনী)-এর তত্ত্বাবধানে কার্গিল যুদ্ধের ২০ তম বার্ষিকী এবং ৫৫ তম এএমসি-র সম্মেলন উদযাপন উপলক্ষ্যে এই মোটরসাইকেল অভিযানে অংশ নেন আট সদস্য। এভাবেই শহিদদের সম্মান জানান তাঁরা। এর আগে এই ধরনের দুর্গম অভিযানে অংশ নেননি সেনারা।


লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ফায়ার অ্যান্ড ফায়ার কর্পস ৩১ আগস্ট পতাকা তুলে সদস্যদের শুভেচ্ছা জানিয়ে যাত্রা শুরু করান। অভিযান শেষ হতে সময় লেগেছে পাঁচ দিন। কারাকোরাম, কৈলাশ এবং লাদাখ রেঞ্জ ঘুরে দলটি সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান।

এএমসি থেকে আট সদস্যের এই অভিযানের দলটিকে নেতৃত্ব দেন কর্নেল রাজেশ ডাব্লু আধাউ এবং কর্নেল সৌরভ ভরদ্বাজ।