Sunday, March 16, 2025
দেশ

অশান্তির চেষ্টা করলে এমন শিক্ষা দেব, পাকিস্তানের আগামী প্রজন্ম রাখবে: ভারতীয় সেনা

নয়াদিল্লি: আমরা শান্তি চাই। তবে পাকিস্তান যদি জম্মু-কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেবে ভারতীয় সেনাবাহিনী। ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলোঁ এই হুঁশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে কেজিএস ধিলোঁ বলেছেন, পাকিস্তান অশান্তি ছড়ানোর চেষ্টা করলে এমন শিক্ষা দেওয়া হবে যে তাদের আগামী প্রজন্ম ভুলতে পারবেনা।

ধিলোঁ আরও বলেন, আর্থিক অবস্থা বেহাল, কূটনৈতিক অবস্থানও নড়বড়ে এমনকি রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সত্ত্বেও ভারতের মাটিতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান, পাক সেনা বা আইএসআই। তবে তারা যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা, তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। আর এমন জবাব দেওয়া হবে, যা তাদের আগামী প্রজন্মও ভুলতে পারবে না।


কেজিএস ধিলোঁ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলছি, ১৯৭১ সালের চেয়েও ভয়ঙ্কর শিক্ষা দেব পাকিস্তানকে। ১৯৭১ সালে ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। তৈরি হয়েছিল বাংলাদেশ।