পাকিস্তানকে কোণঠাসা করতে সীমান্তে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বসাচ্ছে ভারত
নয়াদিল্লি: দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় সেনাবাহিনী। ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার শুরু হবে বলে খবর। ইসরায়েলের সেনাবাহিনী এই স্পাইক মিসাইল ব্যবহার করে।
স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ভূমি, আকাশ ও সমুদ্র থেকে উৎক্ষেপণ করা সম্ভব। ৩০ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে এই মিসাইল। এছাড়া ভারত ও ইসরায়েল যৌথ উদ্যোগে একটি লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল তৈরি করছে, যা দুই দেশের নৌ-বাহিনী ব্যবহার করবে।
পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইসরায়েলের এই চুক্তিতে রীতিমতো চিন্তিত ছিল। এরপর ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানকে আরও বিপাকে ফেলবে। ডিফেন্স সূত্রে খবর, স্পাইক মিসাইলগুলো নিয়ন্ত্রণ রেখা অঞ্চলেও ব্যবহার করা হবে যেহেতু এগুলো লুকিয়ে থাকা বাঙ্কারগুলোকেও খুঁজে বের করতে সক্ষম।
গত বছরের এপ্রিলে ভারত ও ইসরায়েল ২০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে। যার মধ্যে রয়েছে সার্ফেস-টু-এয়ার মিসাইল, লঞ্চার ও কমিউনিকেশন টেকনোলজি। ভারতের সঙ্গে ইসরায়েলের মিসাইল কেনার ৫৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।
ইসরায়েল থেকে জরুরি প্রয়োজনে ২৪০টি স্পাইক মিসাইল এনেছে ভারত। স্পাইক মিসাইল মূলত অ্যান্টি ট্যাঙ্ক অপারেশনে ব্যবহার হলেও এই শক্তিশালী মিসাইল বাঙ্কার ধ্বংস করতে পুরোপুরি সক্ষম।