ফের ভারতের আকাশে পাকিস্তানের ড্রোন, গুলি করে নামাল ভারতীয় সেনা
জয়পুর: ফের ভারতীয় আকাশসীমা দেখা গেল পাকিস্তানের নজরদারি ড্রোন। রাজস্থানের সীমান্ত এলাকার কাছে শ্রী গঙ্গানগর সেক্টরে ভারতীয় আকাশে দেখা যায় পাকিস্তানের ড্রোন। নজরদারি ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।
জানা গিয়েছে, আজ ভোর ৫টা নাগাদ শ্রী গঙ্গানগর হয়ে ড্রোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। সেটিকে দেখা মাত্রই গুলি ছুঁড়ে ধ্বংস করে বিএসএফের জওয়ানরা।
Army Sources: Indian Army troops shot at a Pakistani drone along the international border in Sri Ganganagar sector (Rajasthan) as it had entered Indian airspace. This is the 3rd Pakistani drone to have been shot at by Indian forces since the 26 February IAF air strikes. pic.twitter.com/kx49FlRTuU
— ANI (@ANI) 9 March 2019
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর এই নিয়ে তৃতীয় বার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তানি নজরদারি ড্রোন।
এর আগে গুজরাট ও রাজস্থানের বিকানেরে পাক ড্রোন দেখা গিয়েছিল। প্রথমবার ‘স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম’ এবং দ্বিতীয়বার সুখোই বিমানের ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হয়েছিল ড্রোনটি।