Monday, November 17, 2025
দেশ

প্যাংগংয়ের ফিঙ্গারগুলিতে আরও সেনা মোতায়েন করল ভারত

লাদাখ: ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়া ফিঙ্গার-৪ পয়েন্টে অস্থায়ী সেনাশিবির তৈরি করেছিল চিনের সেনা। তবে চিনের পিপল’স লিবারেশন আর্মির চোখরাঙানি উপেক্ষা করে, সেই ফিঙ্গার-৪ পয়েন্টের উঁচু জায়গাগুলির দখল নিল ভারত। পাশাপাশি, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার পয়েন্টগুলিতে বাড়তি সেনা মোতায়েন করল ভারত।

সূত্রের খবর, ফিঙ্গার-৩-এ বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করেছে ভারত। সেখানে আরও সেনা মোতায়েন করা হচ্ছে। কারণ, ফিঙ্গার-৩’কে এবার টার্গেট করেছে দুষ্ট চিন।

এদিকে, চিনও গত কয়েক দিন ধরে সীমান্তে তাদের সেনা বাড়িয়েছে। এর মধ্যে একাধিক বার প্যাংগং লেকের উত্তর তীরে আগ্রাসন চালিয়েছে চিনের সেনা। দু’দিন আগেই দুটি মোটর বোটে চেপে ৪০ চিনা সেনার একটি দল প্যাংগং লেক ধরে ফিঙ্গার-৩-এ ঢোকার চেষ্টা চালিয়েছিল। তবে ভারতীয় সেনা বাহিনীর সতর্ক পাহারায় তারা পিছু হটতে বাধ্য হয়। তাই সুরক্ষার জন্য এবার ফিঙ্গার-৩-এ সেনা সমাবেশ বাড়ালো ভারত।

গত এপ্রিল-মে নাগাদ ভারতের নিয়ন্ত্রণে থাকা ফিঙ্গার-৪-এর দখল নেয় চিন। ভারত চিনকে বারবার সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও চিন সেনা সরাইনি। বরং ক্রমশ ফিঙ্গার-৩-এর দিকে এগিয়ে আসছিল তারা। তবে অভিযান চালিয়ে প্যাংগংয়ের দক্ষিণ তীরের কাছে ফিঙ্গার চারের উঁচু অংশগুলি দখল করেছে ভারত। যার ফলে উচ্চতাগুলি থেকে সহজেই চিনা সেনার গতিবিধির উপর নজর রাখতে পারছে ভারত।