ফের সার্জিক্যাল স্ট্রাইক, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত
নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা জবাব! জইশ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলা। ভোররাতে নিয়ন্ত্রণ রেখা (LOC) পেরিয়ে অভিযান চালাল ভারতীয় বায়ুসেনার ১২টি অত্যাধুনিক মিরাজ-২০০০ যু্দ্ধবিমান। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গিঘাঁটি। ঘুরিয়ে এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তানও।
ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে (POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
IAF Sources: 12 Mirage 2000 jets took part in the operation that dropped 1000 Kg bombs on terror camps across LOC, completely destroying it pic.twitter.com/BP3kIrboku
— ANI (@ANI) 26 February 2019
সূত্রের খবর, অভিযানে খতম হয়েছে ৩০০-র বেশি জঙ্গি। ধ্বংস করা হয়ছে ২০০টির বেশি AK রাইফেল, অসংখ্য হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও ডিটোনেটর।
পাকিস্তান সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে এই হামলার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন, মুজফ্ফরাবাদ এলাকা দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেছে ভারতীয় যুদ্ধবিমান। অবশ্য তিনি পাল্টা দাবি করেছেন, পাক সেনার সতর্কতায় ভারতের অভিযান ব্যর্থ হয়েছে। একটি মিরাজ-২০০০ যু্দ্ধবিমান ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি।