Friday, June 20, 2025
Latestদেশ

ভারতীয় সেনাবাহিনী চালিত হয় মানবতা ও শিষ্টাচার দ্বারা: সেনাপ্রধান

নয়াদিল্লি: বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে বিক্ষোভকারীদের ঘটানো হিংসার নিন্দা করেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছিলেন, তারা কখনই নেতা হতে পারে না, যারা মানুষকে ভুল পথে চালিত করে। এরপরেই বিরোধীরা অভিযোগ তোলে, সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্য অত্যন্ত রাজনৈতিক।

শুক্রবার দিল্লিতে মানব অধিকার ভবনে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) একটি অনুষ্ঠানে বিপিন রাওয়াত বলেন, ভারতীয় সেনাবাহিনী অনেক শৃঙ্খলাবদ্ধ এবং মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ভারতীয় সেনাবাহি‌নী অত্যন্ত ধর্মনিরপেক্ষ এবং এটি পরিচালিত হয় ইনসানিয়ত অর্থাৎ মানবতা ও শারাফত অর্থাৎ শিষ্টাচার দ্বারা।

সেনাপ্রধান বলেন, আমরা কেবল আমাদের নিজেদেরই নয়, প্রতিপক্ষের ক্ষেত্রেও মানবাধিকার নিশ্চিত করি। যুদ্ধ বন্দীদের সঙ্গে জেনেভা সম্মেলন অনুযায়ী আমরা ব্যবহার করি। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও বিদ্রোহ-বিরোধী অভিযানে আমাদের বিদ্রোহীদের চিহ্নিত করতে হয় অন্যের ক্ষতি না করে।

এর আগে বৃহস্পতিবার বিপিন রাওয়াত বলেছিলেন, নেতৃত্ব দেওয়া হল সকলকে এগিয়ে ন‌িয়ে যাওয়া। যখন আপনি এগোবেন সকলে আপনাকে অনুসরণ করবে। নেতা তাঁরাই যারা মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। তারা নেতা নয়, যারা মানুষকে ভুল পথে চালিত করে। আমরা লক্ষ করলাম বিশ্ববিদ্যালয় ও কলেজের বিপুল সংখ্যক পড়ুয়াকে আমাদের শহর ও শহরতলিতে  বিক্ষোভ ও হিংসা ছড়াতে। এটা নেতৃত্ব নয়।

এরপরেই বিরোধীরা অভিযোগ তোলে, সেনাপ্রধানের মন্তব্য অত্যন্ত রাজনৈতিক। তবে এ বিষয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং বলেন, এর মধ্যে আমি রাজনীতির কোনও কিছু দেখতে পাইনি।