মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত একদম সঠিক: সেনাপ্রধান বিপিন রাওয়াত
নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ফের মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত একদম সঠিক। কারণ আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হতে থাকা পাকিস্তান তখন যথেষ্ট চাপের মধ্যে ছিল। তাই কাশ্মীরে যে কোনও মুহূর্তে ফের একটা অশান্তি শুরু হতে পারত। আমি সরকারকে জানিয়েছিলাম, এই সিদ্ধান্তের পর উপত্যকার শান্তি বজায় রাখতে সেনা সরকারকে সাহায্য করবে।
বিপিন রাওয়াত বলেন, আমরা শান্তি চাই। তবে পাকিস্তানের যে কোনো হুমকি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। যদি তারা ব্যাট (বর্ডার অ্যাকশন টিম) অ্যাকশন চায়, তার জন্যও তৈরি। যদি পাকিস্তান যুদ্ধ চায়, তাহলে বসে থাকবে না ভারত।
উপত্যকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করে জেনারেল রাওয়াত বলেন, ৩০ বছর ধরে ওখানে অস্থিরতা চলছে। আমি আবেদন করছি, অস্থিতিশীলতা বন্ধ করে শান্তির পরিবেশ তৈরি করুন।
সেনাপ্রধান বলেন, কারণ আমরা চাই না গুলির লড়াই উপত্যকার পরিবেশ নষ্ট করুক। আমরাও চাই না, সবসময় তল্লাশি অভিযান চালাতে। কিন্তু এক হাতে তালি বাজে না। তাই নতুন প্রজন্মের কথা ভেবে সন্ত্রাস বন্ধ করুন।
প্রসঙ্গত, গত ৫ই আগস্ট সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারাদুটি বাতিল ঘোষণা করে সীমান্তবর্তী জম্মু-কাশ্মীর উপত্যকার বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়।