প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করল ভারতীয় সেনা
গুয়াহাটি: দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুণে সহ পৃথিবীর সবদেশের বড় বড় শহরে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সেই তালিকায় এবার যোগ হলো অসমের গুয়াহাটি। ভারতীয় সেনারা প্লাস্টিক বর্জ্য থেকে রাস্তা নির্মাণ করল গুয়াহাটিতে। পরিবেশ সুরক্ষার্থে ইতিমধ্যে নারাঙ্গি মিলিটারি স্টেশনে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তাও তৈরি করেছেন তাঁরা। এর আগে অসমের গোয়ালপাড়া জেলায় প্রথম প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল।
১.২৪ মেট্রিক টন প্লাস্টিকের বর্জ্য ব্যবহার করে গুয়াহাটিতে নির্মাণ করা হয়েছে এই সড়ক। নারাঙ্গি মিলিটারি স্টেশন এলাকায় প্লাস্টিকের বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। পিচ তৈরিতে বিটুমিনের জায়গায় ১.২৪ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করা হয়। আর এতে সেনার ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের আধিকারিকরা যথেষ্ট সাফল্যও অর্জন করেছেন।
In line with the Govt’s mission against #singleuse plastic and initiative to reduce, reuse and recycle plastic waste, 1.24 MT of waste plastic has been used to construct a road in Narangi Military Station which is a pilot project of MES for road construction.@adgpi @easterncomd pic.twitter.com/HSXCUJyrCS
— PRO GUWAHATI, MINISTRY OF DEFENCE (@prodefgau) November 28, 2019
এই উদ্যোগের লক্ষ্য হলো প্লাস্টিক বর্জ্যের পরিমাণ হ্রাস করা। প্লাস্টিক থেকে তৈরি রাস্তাগুলি বর্ষার সময় রাস্তা রক্ষণাবেক্ষণে সহায়তা করবে। প্লাস্টিকের তৈরি রাস্তাগুলি খরচ কমাচ্ছে অন্যদিকে রাস্তা টেকসই হচ্ছে প্লাস্টিক ব্যবহারে। নিয়মিত ভারি গাড়ি চলার চার থেকে পাঁচ বছর পরেও প্লাস্টিকে তৈরি রাস্তায় কোন ক্ষতি হয় না।
প্রতিরক্ষা মন্ত্রনালয় পিআরও (গুয়াহাটি) টুইট করে জানিয়েছে, প্লাস্টিক বর্জ্য হ্রাস, এর পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহারের উদ্যোগের বিরুদ্ধে সরকারের মিশনের সাথে সামঞ্জস্য রেখে, নারাঙ্গি মিলিটারি স্টেশনে একটি রাস্তা তৈরির জন্য ১.২৪ মেট্রিক টন বর্জ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।