Monday, November 17, 2025
দেশ

মাত্র এক মাসের মধ্যেই খরস্রোতা নদীর উপর সেতু নির্মাণ করে দিল ভারতীয় সেনা

ইম্ফল: মাত্র এক মাসের মধ্যে ভেঙে পড়া সেতু নতুনভাবে তৈরি করে দিল ভারতীয় সেনা। আর গ্রামটিকে যুক্ত করে দিল জাতীয় সড়কের সঙ্গে। মণিপুরের তামেংলং জেলার ছোট্ট গ্রাম তওবাম (Taubam)। জাতীয় সড়কে (NH-37) যাওয়ার জন্য গ্রামবাসীদের একমাত্র পথ ছিল ইরাং নদীর উপর তৈরি এই সেতুটি। সেতুটি ছিল জাতীয় সড়কের সাথে ওই গ্রামের সংযোগ রক্ষাকারী মাধ্যম।

কিন্তু দুর্ঘটনায় পুরানো সেতুটি ভেঙে পড়েছিল। খরস্রোতা ইরাং নদীর উপরে তৈরি সেতুর উপর দিয়ে বালি বোঝাই ট্রাক পার হতে গিয়ে ঘটে বিপত্তি। সেতু ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি। ঘটনায় চালকের মৃত্যু হয়। বিপাকে পড়েন গ্রামবাসীরাও। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন ভারতীয় সেনার জওয়ানরা। রাজ্য সরকারের নির্দেশে দক্ষ ইঞ্জিনিয়াররা নতুন সেতুর প্ল্যান তৈরি করেন। সেই প্ল্যানের ভিত্তিতেই নতুন করে সেতু তৈরির কাজ শুরু করে সেনা। খরস্রোতা ইরাং নদীর উপর সেতু তৈরি করা মোটেও সহজ কাজ ছিল না। গত ২৭ নভেম্বর সেতু তৈরির কাজ শেষ হয়।

২ ডিসেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং (Biren Singh) নিজে এসে নতুন সেতুর উদ্বোধন করেন। ভারতীয় সেনা জওয়ানদের ভূয়সী প্রশংসা করেন তিনি।