Monday, November 17, 2025
দেশ

বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যুগ্ম যুদ্ধ মহড়ায় ভারত

কলকাতা: গালওয়ান উপত্যকায় চিনা সেনার অতর্কিত হামলায় শহিদ হন ২০ ভারতীয় সেনা জওয়ান৷ তারপর থেকেই ভারত-চিনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷ এরপর ফের প্যাংগং লেকে চিনা আগ্রাসন আরও একবার দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলল। এই পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার যুগ্ম মহড়া অনুষ্ঠিত হতে চলেছে।

জানা গিয়েছে, আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এই মহড়া অনুষ্ঠিত হবে। বাংলার বঙ্গোপসাগরের খাঁড়িতে এই মহড়া অনুষ্ঠিত হবে। ভারত-চিন সীমান্ত উত্তেজনার আবহে এই যুদ্ধাভ্যাস আলাদা গুরুত্ব পাচ্ছে। এই মহড়ার সময় কামান থেকে নিশানায় তোপ লক্ষ্যভেদ করা হবে৷

ভারতীয় নৌসেনা ভারত মহাসাগরে ইতিমধ্যেই যুদ্ধজাহাজ মোতায়েন করেছে৷ এই যুদ্ধাভ্যাসের নাম দেওয়া হয়েছে ইন্দ্র যুদ্ধাভ্যাস৷ এই যুদ্ধের প্রস্তুতি প্রথমে রাশিয়ার ভ্লাদিভোস্টকে হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনার কারণে এই যুদ্ধাভ্যাস সেখানে অনুষ্ঠিত হচ্ছে না৷

এই যুদ্ধাভ্যাসে তিনটি যুদ্ধজাহাজ অ্যাডমিরাল বিনোগ্রাদোব, অ্যাডমিরাল ট্রিবিউটস, বরিস ব্যুতোমা সঙ্গে হেলিকপ্টারও থাকবে৷ অন্যদিকে, ভারতের আইএনএস রণবিজয় (বিনাশক), সহ্যাদ্রি (লড়াকু), আর কিল্লন (যুদ্ধপোতা), শক্তি (ট্যাঙ্কার) এবং যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নেবে৷ এই মহড়া নিঃসন্দেহে চিনকে কড়া বার্তা দেবে।