নাগরিকত্ব আইনের সমর্থনে বিশাল মিছিল আমেরিকায়
টাইমস স্কোয়ারে প্ল্যাকার্ডধারী ভারতীয় প্রবাসীরা বলেন, আমরা সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থন করি, সিএএ মানবাধিকারের পক্ষে, এনআরআইরা সিএএ সমর্থন করে, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই আইন প্রতিষ্ঠা পেয়েছে আর আমরা সংখ্যালঘুদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকারকে সমর্থন করি।
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধীর কথা স্মরণ করে বলেন, আমরা মোদীকে সমর্থন করি এবং আমরা সিএএ সমর্থন করি। পুরুষদের পাশাপাশি অনেক মহিলাকেও অংশ নিতে দেখা যায় এই কর্মসূচিতে।
Indian-Americans hold demonstration at Times Square in US in support of Citizenship Amendment Act.#IndiaSupportsCAA pic.twitter.com/L2bmBDgXxB
— Mukesh Kumar Behera (@mkbeheraAbvp) December 30, 2019
আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদীশ সিওয়ানি বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ (৩৭০ ধারা বাতিল) ও সিএএ দ্বিতীয় মেয়াদে মোদী সরকারের গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্ত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই।
জগদীশ সিওয়ানি বলেন, এই কাজটি বহু বছর আগে করা উচিত ছিল। তবে ছদ্ম-ধর্মনিরপেক্ষতা এবং ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে শরণার্থীরা ভারতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। এখন সিএএ ভারতে তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের করার সুযোগ করে দেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে India Support CAA হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, সিএএ নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। এই আইনের প্রতি সমর্থন প্রদর্শন করুন।
নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে এদেশে আশ্রয় নিলে ভারতীয় নাগরিকত্ব পাবেন।