Monday, November 17, 2025
আন্তর্জাতিক

বাইডেন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগা

ওয়াশিংটন: ইতিহাসে এই প্রথমবার আমেরিকার মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তবে শুধু কমলা হ্যারিসই নয়, বাইডেনের উপদেষ্টাদের মধ্যেও ভারতীয়দের নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ভারতীয় মহিলার নাম। শুক্রবার হবু ফার্স্ট লেডি জিল বাইডেনের (Jill Biden) নীতি নির্ধারকের পদে বসানো হল ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগাকে (Mala Adiga)।

২০২১ সালের জানুয়ারিতেই হোয়াইট হাউসে পা রাখবেন হবু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে নিজের টিম তৈরি করে ফেলছেন বাইডেন। তাঁর টিমে ভারতীয়-আমেরিকানরা বেশ গুরুত্ব পাচ্ছে।

মালা আদিগা

এর আগে, মালা আদিগা বাইডেন ফাউন্ডেশনে উচ্চশিক্ষা ও সামরিক পরিবার বিভাবে ডিরেক্টর পদে ছিলেন। পাশাপাশি, ওবামা প্রশাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৮ সালের

ইলিনয়েসের বাসিন্দা মালা আদিগা ইউনিভার্সিটি অব মিনেসোটা স্কুল অব পাবলিক হেলফ থেকে স্নাতক হয়েছেন। পাশাপাশি, শিকাগো ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক হয়েছেন। পেশায় আইনজীবী মালা আদিগা শিকাগোর একটি আইন বিষয়ক সংস্থায় দীর্ঘদিন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। তারপর ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার প্রচারের কাজে যুক্ত হন।