Tuesday, June 24, 2025
দেশ

নবান্নের অনুমতি না মেলায় সম্ভবত রবিবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে না কলকাতায়

নয়াদিল্লি: শুক্রবারই মোদী সরকার ঘোষণা করে গোটা দেশে লকডাউন আরও দুসপ্তাহ বাড়িয়েছে। এদিন সন্ধ্যায় সেনাবাহিনী তরফে ঘোষণা করা হয়, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে হাসপাতালগুলির উপর ফুলের পাপড়ি বর্ষণ করা হবে। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, করোনা যোদ্ধাদের কৃতজ্ঞতা জানাতে এবং তাঁদের মনোবল বাড়াতে রবিবার হাসপাতালগুলির উপর হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি বর্ষণ-সহ বেশ কিছু উৎসবের আয়োজন করা হবে।

তবে কলকাতায় সম্ভবত হচ্ছে না সেই পুষ্পবৃষ্টি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি মেলেনি।করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা দিতে বাংলা থেকে বাছাই করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতাল ও ইস্টার্ন কম্যান্ড হাসপাতালকে। তবে রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত বাতিল হতে চলেছে এই কর্মসূচি।

শুক্রবার বিপিন রাওয়াত বলেন, আমাদের নিরাপদে রাখতে যে সমস্ত করোনা যোদ্ধা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি। ভারতীয় বায়ুসেনা তাঁদের সম্মান জানাতে বিশেষ উড়ানের ব্যবস্থা করবে।

উল্লেখ্য, রবিবার কলকাতা ছাড়াও দিল্লি, লেহ, চণ্ডীগড়, দেহরাদুন, মুম্বাই, জয়পুর, দিসপুর, শিলং, ইটানগর, তিরুবনন্তপুরম, চেন্নাই ও হায়দরাবাদ পর্যন্ত বায়ুসেনার বিশেষ উড়ান আকাশে ‘ফ্লাই পাস্ট’ করে করোনা-যোদ্ধাদের সম্মান জানাবে। তবে অনুমতি না মেলায় কলকাতায় বাতিল হতে চলেছে এই কর্মসূচি।

এছাড়া নৌবাহিনীর জাহাজগুলিকে আলো দিয়ে সাজানো হবে। পাশাপাশি, দেশের প্রায় প্রত্যেকটি করোনা হাসপাতালের সামনে বাজানো হবে সেনা ব্যান্ড। নবান্নের তরফে অনুমতি না মেলা সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি করোনা আবহেও কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব অব্যাহত তার জেরেই হয়তো অনুমতি দেয়নি নবান্ন। কিন্তু প্রশ্ন উঠছে, সম্পর্ক তো খারাপ কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে। তাহলে সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হল না কেন?