শক্তি বাড়ল বায়ুসেনার, ভারতের হাতে এল স্পাইস-২০০০ বোমা
নয়াদিল্লি: ফের ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি হলো ৷ পাক-অধিকৃত কাশ্মীরের বালাকোটে বায়ুসেনা অভিযানে পাকিস্তানে জইশ-ই-মহম্মদ জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতীয় বায়ুসেনা যে বোমা ব্যবহার করেছিল সেই স্পাইস-২০০০ বোমার ‘বিল্ডিং ব্লাস্টার’-র নতুন ভার্সান এল বায়ুসেনার হাতে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলি সংস্থার কাছ থেকে স্পাইস-২০০০ বোমা কিনেছে ভারতীয় বায়ুসেনা। স্পাইস-২০০০ বোমা গোটা একটা বিল্ডিং ভেঙে ফেলার ক্ষমতা রাখে। স্পাইস ২০০০ বোমা ৬০ কিলোমিটার পর্যন্ত দূরের নিশানা ভেদ করতে পারে। প্রথম দফায় স্পাইস-২০০০ বোমা এবং মার্ক ৮৪ ওয়ারহেডস গুলি এসে পৌঁছেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
মিরাজ-২০০০ যুদ্ধবিমান থেকেই ছোড়া যাবে এই স্পাইস-২০০০ বোমা। ভারতীয় বায়ুসেনা ইজ়রায়েলের সঙ্গে ২৫০ কোটি টাকার চুক্তি করেছে। SPICE এর পূর্ণরূপ হল Smart Precise Impact and Cost Effective, এর দ্বারা আনগাইডেড বোমাকে স্মার্ট গাইডেড এয়ার-টু-সারফেস বোমায় রূপান্তরিত করা হয়। যা স্ট্যান্ডঅফ রেঞ্জ থেকে ফেলা যায়।
চলতি বছরের জুনে ইজ়রায়েলের সঙ্গে প্রায় ১০০ টিরও বেশি স্পাইস-২০০০ বোমা নেওয়ার চুক্তি করেছে মোদী সরকার। বালাকোটে এই বোমা সফলভাবে ব্যবহারের পর থেকে শত্রুপক্ষকে নিধন করতে এই বোমার উপর আরও বেশি আস্থা বেড়েছে ভারতীয় বায়ুসেনার।