নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে জয় দিয়েই যাত্রা শুরু মিতালিদের
মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরুটা ভালোই করলেন মিতালি-হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে দিল ভারতের মেয়েরা। জেতার কৃতিত্ব অবশ্যই অধিনায়ক হরমনপ্রীতের। জেমাইমার সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১৩৪ যোগ করে ১৯৪-এ পৌঁছে দেন দলের রান। ৫১ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন হরমনপ্রিত্ কউর। কিউইদের বিরুদ্ধে ম্যাচে শেষ পাঁচ ওভারে হরমনপ্রিত ১৭ বল খেলে রান করেছেন ৫২। স্ট্রাইক রেট ৩০৫.৮৮।
১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। ৬ ওভারের মধ্যে পঞ্চাশের গণ্ডি টপকে যায় কোনও উইকেট না হারিয়েই। দলীয় ৫২ রানের মাথায় কিউই শিবিরে ভাঙন ধরান হেমলতা। দুরন্ত রিফ্লেক্স ক্যাচ নেন উইকেটকিপার তানিয়া। এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৭৩ রানে পর পর ২ বলে ২ উইকেট তুলে নেন পুনম যাদব।
১৬০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন হমলতা। পুনম ৩৩ রানে ৩ উইকেট নেন। অসাধারণ সেঞ্চুরির সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন হরমপ্রীত কউর। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হরমনপ্রিতের স্ট্রাইক রেট ছিল ২০১.৯৬। বিশ্বকাপে ৫০ বা তার বেশি রান করার নিরিখে এটা তৃতীয় সেরা রান।