Sunday, September 15, 2024
খেলা

মহিলা টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারাল ভারত

প্রভিডেন্স: আইসিসি’র মহিলা টি-২০ বিশ্বকাপে, শনিবার গ্রুপ পর্যায়ের শেষ খেলায় অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারাল ভারত। ৫৫ বলে ৮৩ রান করে ম্যান অব ম্যাচ হলেন স্মৃতি মান্ধানা। এই টুর্নামেন্টে ভারতীয় মেয়েদের জন্য এটা চতুর্থ জয়। একটানা অবশ্য সপ্তম জয়। এদিনের জয়ের সুবাদে গ্রুপ-বি’তে শীর্ষে থেকে শেষ করল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ তোলে ভারত। স্মৃতি মান্ধানা ৮৩ রানে অপরাজিত থাকেন। হরমনপ্রীত কউর করেন ৪৩। এদিন ভারতের হয়ে স্মৃতি দ্রুততম ৩১ বলে ৫০ করেছেন।

জবাবে, ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৯ রান করেছেন এলিসে পেরি। ভারতের হয়ে অনুজা পাতিল ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন। রাধা যাদব ১৩ রানে ২ উইকেট পেয়েছেন। দীপ্তি শর্মা ও পুনম যাদব দুটি করে উইকেট নিয়েছেন।

টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। শনিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। এদিন ম্যাচে হারলেও কোনও প্রভাব পড়ত না। কিন্তু অনায়াসে ম্যাচ জেতায় গ্রুপ লিগে অপরাজিত ভারত। নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা।