Monday, March 17, 2025
দেশ

ফের জিতল দেশ, দৃঢ় ভারত গড়ব: মোদী

নয়াদিল্লি: ১৭তম লোকসভা নির্বাচনে রেকর্ড জয়ে মোদীর নেতৃত্বাধীন এনডিএ ফের ক্ষমতা দখলকে দেশের জয় বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী। দেশকে আরও শক্তপোক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী।

বুথ ফেরত সমীক্ষা আগেই আভাস দিয়েছিল। তবে এনডিএ যে ফের বিপুল ব্যবধানে ক্ষমতায় আসবে, তা বোধহয় প্রত্যাশিত ছিল না অনেকের কাছেই। গণনা যত এগিয়েছে, ততই হাসি চওড়া হয়েছে বিজেপির। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা বটেই, রেকর্ড আসন জিতে ক্ষমতা দখলের পথে বিজেপি।


বিপুল ব্যবধানের এই জয়কে দেশের জয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ‘সবকা সাথ + সবকা বিকাশ + সবকা বিশ্বাস = বিজয়ী ভারত। একসঙ্গে আমরা বেড়ে উঠব। একসঙ্গে উন্নতি করব। একসঙ্গে আমরা দৃঢ় ভারত গড়ে তুলব। ভারত ফের জিতল। #বিজয়ভারত।’