Tuesday, March 25, 2025
দেশ

‘পাকিস্তান নীচে নামলেও, ভারত মাথা উঁচু রাখবে’: রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি

নিউইয়র্ক: আগামী সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে পাকিস্তান যদি কাশ্মীর ইস্যু উত্থাপন চেষ্টা করে ভারত তার নিজের অবস্থান থেকে সরবে না। পাকিস্তান নীচু হলেও, ভারত উঁচুতেই উড়বে। অধিবেশনের আগে একথা জানিয়ে দিল ভারত। ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে ওই অধিবেশন হওয়ার কথা।

পাক প্রধানমন্ত্রী আগেই জানিয়ে রেখেছেন, তাঁরা কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করত করবে। পাক বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি জানিয়েছেন, ইমরান খানও আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন‌ে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়, নিউইয়র্কের অধিবেশনে কি কাশ্মীর তুলতে পারে পাকিস্তান? আর যদি তোলে সেক্ষেত্রে ভারত সেটা কীভাবে মোকাবিলা করবে?

জবাবে আকবরউদ্দিন বলেন, আপনারা আমাকে যা বলছেন, মোটামুটি সেটাই হবে। একটা দেশের পক্ষে তার থেকেও বেশি কিছু হবে। যদি তেমন কিছু হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়া কী হবে? আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দেশই ভেবে রাখে বিশ্ব মঞ্চে সে নিজেকে কীভাবে তুলে ধরবে। হয়তো কেউ কেউ নীচু হবে। সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া হল আমরা উঁচুতে উড়ব। ওরা নীচু হতে পারে, আমরা উঁচুতেই উড়ব।

আকবরউদ্দিন আরও বলেন, আমরা আত্মবিশ্বাসী আমরা উঁচুতে উড়ব। আমি আপনাদের উদাহরণ দিতে পারি কী করে আমরা নীচু হব না। আমরা উড়ব, ওরা যতই নীচু হোক। তবে নিজের বক্তব্যে কোথাও পাকিস্তানের নাম করেননি আকবরউদ্দিন।