Tuesday, March 25, 2025
Latestদেশ

২০২১ সালের মধ্যেই মহাকাশে মানুষ পাঠাবে ভারত: ইসরো প্রধান

বেঙ্গালুরু: ইসরোর প্রধান কে শিবন একথা জানিয়েছেন, চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি ইসরো। গত ৭ সেপ্টেম্বর অবতরণের সময়ে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তবু হাল ছাড়েনি ইসরো ও নাসার বিজ্ঞানীরা, ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছে যোগাযোগ স্থাপনের। তবে, ২১ সেপ্টেম্বর পর্যন্তই সক্রিয় থাকছে বিক্রমের সোলার প্যানেল। এরপরই আলোর অভাবে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে না।

ইসরোর পরবর্তী লক্ষ্য ‘গগনযান’। ইসরোর চেয়ারম্যান কে শিবন বলেন, চন্দ্রায়ণ -২ এর লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জন করেছে। কক্ষপথে ৮ টি যন্ত্র রয়েছে এবং প্রতিটিই ভালো ভাবে কাজ করছে। তবে ল্যান্ডারের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি।

কে শিবন ঘোষণা করলেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। ইসরোর প্রধানের কথায়, ২০২১ সালের মধ্যে প্রথম ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন, ভারতের নিজস্ব তৈরি রকেটেই। এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।

প্রসঙ্গত, শনিবার রাত পেরোলেই বিক্রমকে খোঁজার চেষ্টা করেও কোনও লাভ হবে না। কারণ চাঁদে নেমে আসছে রাত, যা পৃথিবীর ১৪ দিনের সমান। চাঁদের দক্ষিণ অংশে রয়েছে ল্যান্ডার, সেখানে রাত চলাকালীন তাপমাত্রা অত্যন্ত কমে যায়, এমনকি শূন্যের ২০০ ডিগ্রি নীচে পর্যন্ত নেমে যায়। বিক্রমে বসানো বৈদ্যুতিন যন্ত্রপাতি এত কম তাপমাত্রা সহ্য করতে সক্ষম নয়, সুতরাং সেগুলি বিকল হয়ে পড়বে। তাই বিক্রমের সাথে যোগাযোগ স্থাপন করা কার্যত অসম্ভব।