Monday, November 17, 2025
দেশ

ভারতের দিকে কু-নজর দিলে কঠিন পরিণাম ভোগ করতে হবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জয়পুর: ভারতের দিকে কু-নজর দিলে তাকে উচিত জবাব দেওয়া হবে। রাজস্থানে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে এমনই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিগত বছরগুলি সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিমারি করোনার মধ্যেও এবছর তার ব্যতিক্রম হলো না। এ বছর পাক সীমান্ত লাগোয়া রাজস্থানের জয়সলমেরে লোঙ্গেওয়ালা সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন নমো।

শনিবার প্রধানমন্ত্রী নাম না করে চিন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সারা বিশ্বকে তিতিবিরক্ত করে তুলেছে বিস্তারবাদী শক্তিগুলি। একদিক দিয়ে বিস্তারবাদ হল মানসিক সমস্যা এবং তা অষ্টাদশ শতকের চিন্তাভাবনা। এই চিন্তাভাবনার বিরুদ্ধে ক্রমশ নিজেদের সুর চড়াচ্ছে ভারত।

মোদী বলেন, একাধিক দেশের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের। কিন্তু লোঙ্গেওয়ালা এমন একটি পোস্ট, যার নাম প্রত্যেক ভারতীয় জানে।  লোঙ্গেওয়ালার যুদ্ধের কথাও প্রত্যেক ভারতবাসীর জানা।