Monday, June 16, 2025
Latestদেশ

২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত: অমিত শাহ

মুম্বাই: গত ছ’বছরের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশে এসে ঠেকেছে। অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী দিনে এই হার আরও কমতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, আগামী ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ মার্কিন ডলার অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। এই লক্ষ্য পূরণ করে বিশ্বের সেরা পাঁচটি  অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে একটি হয়ে উঠবে ভারত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় অর্থনীতিকে বিষক্রিয়া মুক্ত করতে মোদী সরকারের প্রথম ৫ বছর কেটে গিয়েছে। ফলে আগামী ৫ বছর একের পর এক সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে ভারতীয় অর্থনীতিকে বিশ্বের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

অমিত শাহ বলেন, বিশাল বাজারের কারণে বিশ্বের তাবড় তাবড় শিল্প সংস্থা এখন ভারতের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যার জেরে বর্তমানে প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ রেকর্ড স্তরে পৌঁছেছে।

অমিত শাহ আরও বলেন, ২০১৪ সালে অৰ্থনীতির মাপদণ্ডে বিশ্বে ভারতের স্থান ছিল ১১ নম্বরে। তখন ভারত ২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশ ছিল। পাঁচ বছরে আমরা ১১ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছি। এখন ভারতের অর্থনীতি ২.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে ভারত। এই বিষয়ে কোনও সংশয় নেই।