Monday, March 17, 2025
দেশ

রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলনে বিশ্বজুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বয়কটের ডাক মোদীর

নয়াদিল্লি: ফের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা বিষয়ে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলনে মোদী বলেন, আগামী ২ অক্টোবর থেকে ভারতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হবে। ভারতের মতো গোটা বিশ্বেরও প্লাস্টিকের ব্য়বহার বন্ধ করা উচিত। আমি বিশ্বাস করি, সব দেশেরই প্লাস্টিককে বিদায় জানানোর সময় এসেছে।

দিল্লিতে বিশ্ব জলবায়ু পরিবর্তন সংকট সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত মানব ক্ষমতায়ন। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে মোদী বলেন, বিশ্বের সব দেশের সরকারকে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে এই সংকট মোকাবিলায় কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নানা রকম পরিকল্পনা করতেই পারি। কিন্তু সত্যিকারের পরিবর্তন আনতে হলে হাতে কলমে কাজ করতে হবে মাঠে নেমে। আর সত্যিকারের পরিবর্তন আনা জরুরি এবং আমাদের তাই-ই করতে হবে।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকেই ছ’ধরনের প্লাস্টিকের দ্রব্যের উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করবে কেন্দ্রীয় সরকার। এই ৬টি দ্রব্যের মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, ছোট বোতল, স্ট্র এবং কিছু স্যাশে পাউচ।

সরকারের একজন আধিকারিক বলেন, এই নিষেধাজ্ঞাগুলি কড়া ভাবে মেনে চলা হবে এবং এ জাতীয় দ্রব্য উৎপাদন, ব্যবহার ও আমদানির বিষয়টিও এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

এই নিষেধাজ্ঞার ফলে ভারতের বার্ষিক প্লাস্টিকের ব্যবহার প্রায় পাঁচ শতাংশ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা যাতে লঙ্ঘন না করা হয় তার জন্য মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে জানা গেছে, তবে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারির ছয় মাস পর থেকে ওই জরিমানা কার্যকর হবে।

প্লাস্টিক দূষণের ফলে গোটা বিশ্বে উদ্বেগ ক্রমশই বাড়ছে। সমীক্ষায় দেখা গেছে, সমুদ্রগুলি প্রায় ৫০ শতাংশ প্লাস্টিক জাত পণ্যে ভরে গেছে যা ক্ষতি করছে সামুদ্রিক জীবনকে। ফলে এর প্রভাব পড়ছে মানুষের খাদ্য শৃঙ্খলেও।