Saturday, June 21, 2025
Latestখেলা

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

ভুবনেশ্বর: ওয়েস্ট ইন্ডিজ দেওয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল আর ৪ উইকেট হাতে থাকতেই ভুবনেশ্বরে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। আর এরই জেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতে নিল ভারত। একটানা ১০টি সিরিজ জিতল ভারত।

৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার শুরুটা চমৎকার করেছিলেন। কিন্তু তারপরেই ক্যারিবিয়ান বোলিংয়ের দাপটে কয়েকটি উইকেট সহজে হারায়। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও কেএল রাহুল তোলেন ১২২ রান। কিন্তু এরপরেই রোহিত ৬৩ বলে ৬৩ রান করে আউট হওয়ার পর, রাহুল ৭৯ বলে ৭৭ রান করেন।

এরপর বিরাট কোহলি ৮১ বলে ৮৫ রান, রবীন্দ্র জাদেজা ৩১ বলে অপরাজিত ৩৯ রান এবং শার্দুল ঠাকুরের ৬ বলে ১৭ রানের ইনিংসে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে ৬৪ বলে ৮৯ রান করেন পুরাণ। ৭১ বলে ৭৪ রান করেন পোলার্ড। ভারতের হয়ে এদিন  নভদীপ সাইনি দুটি উইকেট নেন।