Sunday, September 15, 2024
খেলা

ড্র হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ রুদ্ধশ্বাস ম্যাচ

বিশাখাপত্তনম: ভারতের করা ৩২১ রানের লক্ষ্যকে ছুঁয়ে রুদ্ধশ্বাস এক ‘টাই’ উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ!  ১৩৪ বলে ১২৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের অন্যতম ভরসা সাই হোপ। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ টাই করেন হোপ।

হোপের ব্যাট এদিন ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগালেও ম্যাচের শেষ দিকে হঠাৎই বেশ কয়েকটা পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। সঙ্গীর অভাবে অস্বস্তিতে পড়েছিলেন হোপও। ডেথ ওভারগুলিতে একের পর এক ডট বল বা এক রানের জন্য চাপ ক্রমেই বাড়ছিল। ৪৮ ও ৪৯তম ওভারে যথাক্রমে চাহাল এবং শামি আঁটোসাঁটো বল করার পর ম্যাচে জয়ের গন্ধ পেয়েছিল টিম ইন্ডিয়া।

শেষ ওভারে জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার ছিল ১৪ রান। কিন্তু উমেশ যাদব ক্যারিবিয়ানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে ব্যর্থ। নার্স (৫) আউট হওয়ার পরেও শেষ বলে পয়েন্টের উপর দিয়ে চার মেরে ম্যাচ টাই করেন হোপ।

তবে ম্যাচের ফল যাই হোক না কেন ভারত বনাম উইন্ডিজ দ্বিতীয় একদিনের ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির জন্য। সবচেয়ে দ্রুততম দশ হাজারি রানের মালিক হলেন কোহলি। এছাড়া এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে হাজার রান পার করলেন। কোহলি নিলেন মাত্র ১১টি ইনিংস। আরও একটা শতরান এল বিরাটের ঝুলিতে। এনিয়ে কেরিয়ারের ৩৭তম সেঞ্চুরি।