সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ভারত
কলকাতা: রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত। এই প্রথম মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই ঘরের মাঠে কোনও টি-২০ ম্যাচ খেলল টিম ইন্ডিয়া। এছাড়া ম্যাচে বিরাট কোহলি না থাকলেও ছি রোহিত, কুলদীপ, ধাওয়ানদের মতো টিম ইন্ডিয়ার তারকারা।
এদিন ইডেনে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ধুকতে ধুকতে ১০৯ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুলদীপ।
India vs West Indies- 1st T20: India (110/5) beat West Indies (109/8) by five wickets pic.twitter.com/igfZ6NSq5y
— ANI (@ANI) 4 November 2018
১১০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় ভারত। শুরুতেই মাত্র ৬ রানে টমাসের বলে রোহিত শর্মার উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর শিখর ধবন, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন দীনেশ কার্তিক এবং ক্রুণাল পান্ডিয়া। মাত্র ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, এদিন মাত্র ১২ রান করতে পারলেই বিরাট কোহলিকে ছাপিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ রান করার যোগ্যতা অর্জন করতে পারতেন রোহিত শর্মা। কিন্তু বিরাটকে ছাপিয়ে যেতে এবার পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে হিটম্যানকে।