ফের শতরান মায়াঙ্কের, হাফসেঞ্চুরি পূজারা-বিরাটের, ভারত ২৭৩/৩
পুনে: দ্বিতীয় টেস্টেও শতরান করলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্কের শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। মায়াঙ্ক ১৯৫ বলে ১০৮ রানের আরও একটি অনবদ্য ইনিংস খেললেন। তার ইনিংসে সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও ২টি বিশাল ছক্কায়। পুনে টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৭৩ রান।
বিরাট কোহলি ব্যাট করছেন ৬৩ রানে। অজিঙ্কা রাহানে অপরাজিত রয়েছেন ১৮ রান করে। বিশাখাপত্তনমে গত টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো পর এদিনও দাপটের সঙ্গে ব্যাট করেন মায়াঙ্ক আগরওয়াল। বাউন্ডারি মেরে এদিন শতরান পূর্ণ করেন তিনি। টেস্ট দলের টপ অর্ডারে আপাতত নিজের স্থান পাকা করে নিলেন মায়াঙ্ক।
কাগিসো রাবাদার বলে ১০ম ওভারেই মাত্র ১৪ রান করে আউট হন রোহিত শর্মা। মায়াঙ্ক মাথায় চোট পেলেও লড়াই ছাড়েননি। ভারতকে তিনি এগিয়ে নিয়ে যান পূজারার সঙ্গে জুটি বেঁধে। দ্বিতীয় উইকেটে পূজারা ও মায়াঙ্ক জুটি ১৩৮ রান করেন। পূজারা ৫৮ রান করে আউট হন। এটি তাঁর কেরিয়ারের ২২তম টেস্ট অর্ধশতরান।
অজিঙ্কা রাহানে ৭৫ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ২৩তম টেস্ট অর্ধশত রান করেন। ৬৩ রানে ব্যাট করছেন কোহলি, তাঁর সঙ্গে ১৮ রানে ক্রিজে রয়েছেন রাহানে। ৪.৫ ওভার বাকি থাকতেই আলো স্বল্পতার কারণে এদিনের খেলা শেষ হয়।