আয়ারল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
প্রভিডেন্স: টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল ভারতের মেয়েরা। ব্যাট হাতে মিতালি রাজের ৫১ রান এবং স্মৃতি মন্ধানা ৩৩ রানের দাপট এবং এরপর দলের স্পিনারদের পারফরম্যান্সে ভর করে আয়ারল্যান্ডকে ৫২ রানে হারিয়ে মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।
এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দারুণ শুরু করেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। মিতালি রাজ করেন ৫৬ বলে ৫১ রান। স্মৃতি মন্ধানা করেন ২৯ বলে ৩৩ রান। এরপর জেমিয়া রডরিগেজ করেন ১৮ রান। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩ বলে ৭ রান করে আউট হন। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১৪৫।
India are in the @WorldT20 semis! ??
Catch up with the highlights of their 52-run win aganst Ireland that sealed their spot ?
WATCH ▶️ https://t.co/Oj7B4McZpo #INDvIRE #WT20 #WatchThis pic.twitter.com/O46Y3HT9Bi
— ICC (@ICC) 16 November 2018
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান ক্লেয়ার শিলিংটন করেন ২৩ বলে ২৩ রান। ইসোবেল জয়েস করেন ৩৩ রান। কিন্তু তারপর থেকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েন আইরিশ প্রমীলারা। রাধা-দীপ্তির বিধ্বংসী বোলিংয়ের সামনে আইরিশদের ইনিংস শেষ ৯৩ রানে। ৫২ রানে জয়ী হরমনপ্রীতরা। ম্যাচ সেরা হয়েছেন মিতালি।