Thursday, June 19, 2025
Latestখেলা

ইডেনে আকাশ থেকে প্যারাসুটে নেমে কোহলিদের হাতে গোলাপী বল তুলে দেবে জওয়ানরা

কলকাতা: ২২ নভেম্বর ঐতিহ্যের ইডেনে দেশের প্রথম দিন-রাত্রি টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।  এই ম্যাচকে ঘিরে সাজোসাজো রব। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কেমন হবে এই ম্যাচ, তা নিয়ে অধির আগ্রহে অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। অপেক্ষায় কলকাতা।

এই ম্যাচকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। ইডেনে ভারত-বাংলাদেশ দিন-রাত্রি টেস্টে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

শোনা যাচ্ছে, দেশের প্রথম দিন-রাতের টেস্টের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সিএবির আবেদনে সাড়া দিয়ে হেলিকপ্টার থেকে প্যারাস্যুটে জওয়ানরা মাঠে নামবেন। তাঁদের হাতে থাকবে গোলাপি বল। ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবেন ভারতীয় সেনার প্যারাট্রুপার বাহিনী।

এরপর ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবে সেনাবাহিনীর জওয়ানদের ব্যান্ড। তাতে অংশ নেবেন দু’দলের খেলোয়াড়রাও। এরপর রাখা ঘণ্টা বাজিয়ে দেশের প্রথম দিন-রাতের টেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।