Thursday, June 19, 2025
Latestখেলা

গোলাপি বলে জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে উন্মুখ ভারত, বাংলাদেশ ৭৩/৬

কলকাতা: ইডেনে দিবা-রাত্রির টেস্টে টসে জিতে প্রথমে ব্য়াট করতে নেমে লাঞ্চেই হাফ ডজন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল বাংলাদেশ। প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা। ৭৩/৬ নিয়ে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ। লিটন দাস ২৪ ও নাঈম হাসান ০ রানে ক্রিজে আছেন।

ভারতের পেসারদের দাপটে বাংলাদেশের সংগ্রহ ২১.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৬ রান। এর মধ্যে শূন্য রানে ফেরেন ৩ জন- মুমিনুল, মুশফিক ও মিঠুন।। উমেশ যাদব তিন উইকেট ও ইশান্ত শর্মা তুলে নিলেন জোড়া উইকেট। অপরটি পান মুহম্মদ শামি।

ইশান্ত শর্মা প্রথম উইকেটটি পান। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। এরপর মমিনুল হক ও মহম্মদ মিঠুনকে ফেরান উমেশ যাদব। মুশফিকুর রহিমকে ক্লিন বোল্ড করে দিলেন মহম্মদ শামি। ওপেনার শদমনকে তুলে নেন উমেশ।

ইন্দোর টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে আছে টিম ইন্ডিয়া। এই টেস্ট জিতলেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে ভারত।