দ্বিতীয় টি-টোয়েন্টিতে হিটম্যান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ
রাজকোট: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারাল ভারত। এদিন ভারতের সামনে ১৫৪ রানের লক্ষ্য রেখেছিল টাইগাররা। সৌরাষ্ট্রের মাঠে হিটম্যান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ। ৮ উইকেট হাতে রেখে ১৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যার ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১।
রাজকোটে এদিন ভারতের কাছে খড়কুটোর মতো উড়ে যায় বাংলাদেশ। ২৬ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া পৌঁছে যায় লক্ষ্যে। মাঠের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল রান বন্যা। মাঠের ইতিহাস এমন কথাই বলে। এ ম্যাচের আগে আন্তর্জাতিক ম্যাচে প্রথম ইনিংসের গড় রান ছিল ১৯১। সেখানে বাংলাদেশ করে ১৫৩ রান। ফলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশ।
এদিন ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ১০০-তম ম্যাচটা রাঙিয়ে রাখলেন দারুণ সব শট খেলে। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম (২৩ বলে) হাফ-সেঞ্চুরি করেন হিটম্যান। মাত্র ৪৩ বলে ৮৫ রান করে আমিনুলের বলে ক্যাচ আউট হন। চার ও ছক্কা হাকান ৬টি করে। ইনিংসের দশম ওভারে মোসাদ্দেক হোসেনের প্রথম তিন বলেই ছক্কা মারেন রোহিত।
ওপেনার শেখর ধাওয়ানের সঙ্গে গড়েন ১১৮ রানের জুটি। গড়েন নতুন বিশ্বরেকর্ড। এ নিয়ে তাঁরা চতুর্থবার শতরানের জুটি গড়লেন টি-টোয়েন্টিতে। তিনবার শতরানের জুটি গড়তে পেরেছেন অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার।
এদিন শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ৬ ওভারেই ৫০ করেন বাংলাদেশের দুই ওপেনার। ৬০ রানে পড়ে প্রথম উইকেট। লিটনের আউট হওয়ার পর কমে যায় বাংলাদেশের রানের গতি। প্রথম ১০ ওভারে রান দাঁড়ায় ৭৮। শেষ ১০ ওভারে আসে মাত্র ৭৫ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১৫৩ রান।