মায়াঙ্ক আগারওয়ালের অনবদ্য ২৪৩, দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর ৪৯৩-৬
ইন্দোর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুতেই রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পর চেতেশ্বর পূজারাকে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় দিন শুরুতেই হাফ সেঞ্চুরি করে পূজারা আউট হয়ে যাওয়ার পর অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বাধেন মায়াঙ্ক। দু’জনে ১৯০ রানের ইনিংস খেলেন। রাহানে ৮৬ রানে আউট হন, ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।
রাহানে আউট হওয়ার পর মায়াঙ্ককে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। ৬০ রান করে অপরাজিত রয়েছেন জাডেজা। দ্বিতীয় দিনের শেষে ৩৩০ বলে ২৪৩ রানের ইনিংস খেলে আউট হন মায়াঙ্ক। ২৮টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি মারেন তিনি। শুক্রবার তাঁর টেস্ট কেরিয়ারে দ্বিতীয় ডবল সেঞ্চুরিটি করলেন তিনি। প্রথম দিন ৩২ রানে মায়াঙ্কের ক্যাচ ফেলেছিলেন ইমরুল কায়েস।
That will be Stumps on Day 2 #TeamIndia 493/6, lead by 343 runs.
What a day this has been for our team.
Scorecard – https://t.co/0aAwHDwHed #INDvBAN pic.twitter.com/GESdQcy7hh
— BCCI (@BCCI) November 15, 2019
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১০৮ ওভারে ৪৯৩-৬। ক্রিজে রয়েছেন জাডেজা ও উমেশ যাদব। অন্যদিকে, টেস্টের শুরুতেই জোর ধাক্কা খেল বাংলাদেশ। দুই ম্যাচের প্রথম টেস্টে প্রথম দিনই মাত্র ১৫০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ৩৪৩ রানে এগিয়ে থাকল টিম ইন্ডিয়া।