Sunday, June 22, 2025
Latestখেলা

বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল ভারত

ইন্দোর: বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দু’ম্য়াচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। দ্বিতীয় দিনে মায়াঙ্ক আগরওয়াল ব্য়াট হাতে শাসন করেছিলেন। আর তৃতীয় দিনে ভারতীয় পেসারদের দাপটে ম্য়াচ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের পর আর এদিন ব্য়াট করতে নামেনি ভারত। স্কোরবোর্ডে ৪৯৩/৬ নিয়েই প্রথম ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া।

শনিবার ৩৪৩ রানে পিছিয়েই ব্য়াট করতে নামে বাংলাদেশ। এদিন ব্য়াট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিং জুটি শদমান এবং ইমরুল কায়েস ১৬ রানের মধ্য়েই আউট হয়ে প্য়াভিলিয়নে ফিরে যায়। এরপর অধিনায়ক মোমিনুল হক মাত্র সাত রানে এলবিডব্লিউ হয়ে আউট হন। মহম্মদ মিঠুন শামির বলে মায়াঙ্কের হাতে ক্য়াচ তুলে ১৮ রান করে আউট হন। মধ্য়াহ্ণ ভোজের বিরতিতেই চার উইকেট হারায় বাংলাদেশ।


মধ্য়াহ্ণ ভোজের পর পাঁচ নম্বরে ব্য়াট করতে আসেন মুশফিকুর রহিম। লিটন দাসকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু লিটন দাস ৩৫ রানে আউট হয়ে যান। লিটন দাস আউট হওয়ার পরে মেহদি হাসান মিরাজ ব্যাট করতে আসেন। মিরাজ আউট হন ৩৫ রান করে। এরপর মুশফিকুরের আউট হন ৬৪ রান করে।

২১৩ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মুহম্মদ সামি একাই নিয়েছেন চার উইকেট। দু’টি করে উইকেট উমেশ ও অশ্বিন। একটি উইকেট পেয়েছেন ইশান্ত। ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

সংক্ষিপ্ত স্কোর:-

বাংলাদেশ ১৫০ এবং ২১৩ (৬৯.২ ওভার)

ভারত ৪৯৩/৬ ডিক্লেয়ার

ইনিংস ও ১৩০ রানে জয়ী ভারত