Sunday, March 16, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গে ১৪টি আসন পেতে চলেছে বিজেপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

নয়াদিল্লি: ২০১৯ -এর সাত দফার লোকসভা নির্বাচন ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ২৩ মে। তবে এদিন ভোটগ্রহণ শেষ হলেই বিভিন্ন সংস্থা এক্সিট পোল-এর ফলাফল ঘোষণা করা শুরু করেছে। ‘টাইমস নাও’-এর সমীক্ষা বলছে ফের ক্ষমতায় ফিরছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।

টাইমস নাও’-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৫৪২ টি আসনের মধ্যে এনডিএ পেতে চলেছে ৩০৬ টি আসন, বিজেপি একাই পাবে ২৬২টি আসন। কংগ্রেস পেতে পারে ৭৮টি আসন। সব মিলিয়ে ইউপিএর খাতায় জমা পড়ছে মোট ১৩২টি আসন। এছাড়া অন্য়ান্যদের হাতে থাকবে ১০৪টি আসন।

অর্থাৎ, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী নরেন্দ্র মোদীকে আটকাতে পারছে না কোনও দল। এমনকী বিজেপি ভাঙন ধরিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের ভোটেও। তৃণমূলের লক্ষ্য ছিল এই রাজ্যে ৪২ আসনে ৪২টি জেতা। সেক্ষেত্রে তারা কেন্দ্রের সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু ‘টাইমস নাও’ এবং ইন্ডিয়া টিভি ও পোলস্ট্র্যাটের বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের কপালে ভাঁজ বেড়ে যেতে পারে।

ইন্ডিয়া টিভি ও পোলস্ট্র্যাটের বুথ ফেরত জরিপ বলছে, মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছে। ৪২ আসনের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৬, কংগ্রেস ২, বিজেপি ১৪ আসনে জয় পাবে বলে আভাস দেয়া হয়েছে। অন্যদিকে বামেরা এই প্রথমবার শূন্য।

টাইমস নাউ-এর বুথ ফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি অনেকগুলি আসন বাড়িয়ে ১১টি আসন পেতে চলেছে। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন থেকে নেমে যাবে ২৮টি আসনে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট দুটি আসনে জয় পেতে পারে এবং বামেরা তাদের ১টি আসন ধরে রাখবে।