নৌবাহিনীকে শক্তিশালী করতে ১১১টি অত্যাধুনিক কপ্টার কিনছে ভারত
নয়াদিল্লি: দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবার নৌবাহিনীর অস্ত্রসম্ভার বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত। খুব শ্রীঘ্রই নৌবাহিনীর জন্য বিশেষ ১১১টি ন্যাভাল হেলিকপ্টার কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
বর্তমানে ভারতীয় নৌবাহিনী সোভিয়েত-যুগের হেলিকপ্টার ব্যবহার করা হয়। এবার সেগুলির বদলে আসতে চলেছে অত্যাধুনিক ১১১টি নতুন কপ্টার।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যে সব বিদেশি কোম্পানি ভারতের সঙ্গে কপ্টার-চুক্তি করতে আগ্রহী, তার মধ্যে রয়েছে এয়ারবাস হেলিকপ্টার্স এবং বেল হেলিকপ্টার্স। এছাড়াও যেসব ভারতীয় কোম্পানিও তালিকায় রয়েছে তাদের মধ্যে আছে টাটা অ্যাডভান্সড সিস্টেম, মহিন্দ্রা ডিফেন্স, রিলায়েন্স ইনফাস্ট্রাকচার।
অস্ত্রভাণ্ডারে চিনের সঙ্গে পাল্লা দিতেই ১১১টি শক্তিশালী হেলিকপ্টার কিনতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ২০১৯ সালের শেষের দিকে চুক্তি চূড়ান্ত হতে পারে বলে খবর।