৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা
বর্দো: আনুষ্ঠানিকভাবে ৮ অক্টোবর রাফায়েল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার ফ্রান্সের তরফে প্রথম রাফায়েল যুদ্ধবিমানটি তুলে দেওয়া হয় ভারতীয় বায়ুসেনার হাতে। ভারতীয় বায়ুসেনার ডেপুটি এয়ার মার্শাল ভিআর চৌধুরী ফরাসি সংস্থা দাসুর যুদ্ধবিমানটি গ্রহণ করেন। প্রায় এক ঘণ্টা বিমানটি আকাশে ওড়ান তিনি।
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর অবসর গ্রহণ করছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন এয়ার মার্শাল আর কে এস ভাদুরিয়া। ভারতীয় বায়ুসেনার ভাবী প্রধান এয়ার মার্শাল ভাদুরিয়ার নামেই প্রথম বিমানের টেল নম্বর ‘আরবি-০১’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, এখনও পর্যন্ত হওয়া দেশের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি রাফায়েল চুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভাদুরিয়া।
ভারত ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, প্রথম বিমানটি ‘অ্যাকসেপটেন্স মোড’-এ ভারতের হাতে তুলে দেওয়া হল। এর অর্থ হল আমরা বিমানটি নিতে চাই। সেটাই শেষ হয়েছে ১৯ সেপ্টেম্বর। এর পরবর্তী ধাপ হল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিমানগুলি গ্রহণ করা। আগামী ৮ অক্টোবর ফ্রান্সে হওয়া ওই অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া।
২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে রাফায়েল যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করে ভারত। ৫৮ হাজার কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে ভারত ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ও মিসাইল বহনে সক্ষম রাফায়েল যুদ্ধবিমান। রাফায়েল যুদ্ধবিমানকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় বাসুসেনা। পাইলটদের প্রশিক্ষণের পাশাপাশি এই সংক্রান্ত পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে।