Tuesday, June 24, 2025
Latestদেশ

মার্কিন বাহিনীর ধাঁচে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ নিয়োগ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

নয়াদিল্লি: মার্কিন বাহিনীর ধাঁচে ভারতীয় সেনা বাহিনীতে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদ তৈরি করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছরে গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে নিরাপত্তাবাহিনীর তিন বিভাগের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সিডিএস পদ সৃষ্টির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণা অনুযায়ী নতুন এই পদ তৈরি হল।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, স্থলসেনা, বাযুসেনা ও নৌসেনার প্রধান হবেন এই ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। নয়া পদটি তৈরি হওয়ায় ভারতীয় সেনার কর্মপন্থা আরও মসৃণ হবে। একজন ফোর স্টার অফিসারকে এই পদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

শোনা যাচ্ছে, এই পদে বহাল হতে পারেন জেনারেল বিপিন রাওয়াত। অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। বিশেষ করে, পরমাণু অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন এই সিডিএস।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ বিশ্বের তাবড় দেশগুলিতে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ রয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, সিডিএস পদ তৈরিতে ভারতীয় বাহিনীর সংস্কার সম্ভব হবে। আগামী দিনে আরও মজবুত হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। মোদীর মতে, যুদ্ধের ধরন বদলাচ্ছে। বিশ্ব জুড়ে নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। তাই তিন বাহিনীর মধ্যে সংযোগ থাকা প্রয়োজন।

কে সুব্রহ্মণিয়মের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি ২০০০ সালের রিপোর্টে রাজনৈতিক নেতৃত্বকে পেশাদার সামরিক উপদেশ দেওয়ার জন্য একটি উচ্চপদ সৃষ্টির জন্য পরামর্শ দেয়। কার্গিল যুদ্ধে সামরিক অবস্থান খতিয়ে না দেখে ওই অঞ্চল শত্রুসেনা মুক্ত ঘোষণা করা হয়। যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটি পাক সেনার দখলে থেকে যায়। এরপরেই সামরিক বিষয়ে প্রশাসনের অজ্ঞতা প্রকট হয়। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে  চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।