রাডার ধ্বংসকারী ‘রুদ্রম-১’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
ভুবনেশ্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ‘রুদ্রম-১’-এর পরীক্ষায় সাফল্য পেল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation সংক্ষেপে DRDO)। ডিআরডিও বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ ওড়িশার চাঁদিপুর উপকূলের বালেশ্বরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে থেকে শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগ সম্পন্ন (সামরিক পরিভাষায় ‘ম্যাক থ্রি’) ‘রুদ্রম-১’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে।
ডিআরডিও বিবৃতিতে আরও জানিয়েছে, সুখোই–৩০ বিমান থেকে এই ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপণ করা হয়েছে। ‘রুদ্রম-১’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হওয়ায় ডিআরডিও–কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
টুইটে রাজনাথ সিং লিখেছেন, ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিও–র তৈরি নতুন প্রজন্মের প্রথম রাডার ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য ডিআরডিও এবং তার সহযোগী সংস্থাগুলিকে অভিনন্দন জানাই।
‘রুদ্রম-১’ ক্ষেপণাস্ত্রের সাহায্যে গভীর সমুদ্রেও অভিযান চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা। এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ বা সমুদ্রতলের ৫০০ মিটার থেকে ১৫ কিলোমিটার উচ্চতার মধ্যে যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যাবে। এতে রয়েছে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ‘আইএনএস-জিপিএস নেভিগেশন’ এবং ‘হোমিং হেড’। এটি ২৫০ কিলোমিটার পাল্লার মধ্যে বিকিরণের বা বিচ্ছুরণের (তাপ, তেজস্ক্রিয়তা বা রশ্মি) উৎসগুলি খুঁজে নিয়ে রাডার ধ্বংস করতে সক্ষম।


