Wednesday, November 19, 2025
দেশ

ফিঙ্গার–৪-এর দখল নিল ভারতীয় সেনা

লাদাখ: লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা। ফিঙ্গার-৪ এ চিনা সেনার আরও কাছে পৌঁছে গেল ভারতীয় সেনা। সূত্রের খবর, প্যাংগং হ্রদের উত্তর তীরে প্যাংগং সো হ্রদ বরাবর ফিঙ্গার–৪–এ নিজেদের আধিপত্য কায়েম করল ভারত।

ভারতীয় সেনা ফিঙ্গার-৪ দখল করায় চিনা সেনার উপর নজর রাখা আরও সহজ হবে। ফিঙ্গার ৪-এর ওই এলাকা আগেই দখল করেছিল চিনা সেনা। এবার সেখান থেকেও আরও উচ্চ স্থান দখল করল ভারতীয় সেনা।

দফায় দফায় কমান্ডার পর্যায়ের বৈঠকে ভারত চিনকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরে যেতে বলেছিল। তবে চিন সেই কথায় কান দেয়নি। সোমবার এবং মঙ্গলবার রেজাংলার কাছে ফের আগ্রাসন চালায় চিনা সেনা। ৭ সেপ্টেম্বর গুনাদাও ব্লেড হাতে তেড়ে এসেছিল চিনের সেনা।

তাই সীমান্তে উত্তাপ ক্রমশ বাড়ছে। পূর্ব লাদাখে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। দক্ষিণ প্যাংগংয়ে ৫ থেকে ৭ হাজার সেনা মোতায়েন করেছে চিন। ভারতও দেশের প্রতিরক্ষার স্বার্থে প্রস্তুত। তার মধ্যেই সেনা সূত্রে খবর, এই প্রথম সামনা সামনি বৈঠক বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ফাই।