Monday, November 17, 2025
দেশ

ফের জোর ধাক্কা, এবার চিন থেকে তেল কেনা বন্ধ করল ভারত

নয়াদিল্লি: গালওয়ান সংঘর্ষের পরে ভারত-চিনের মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত। যার প্রভাব পড়ছে দু’দেশের বাণিজ্যের ওপর। এবার চিনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করল ভারত। গালওয়ানে ২০ ভারতীয় সেনা শহিদ হওয়ার প্রতিবাদে এবং সীমান্তবর্তী এলাকায় চিনা সেনার বাড়বাড়ন্ত বেড়ে যাওয়ার কারণেই চিন থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল ভারত।

কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চিনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না। ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনও টেন্ডারেও চিনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চিনের কোনও তেল ট্যাংকারও ব্যবহার করছে না ভারত।

তবে শুধু জ্বালানি তেল নয়, দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনও ধীরে ধীরে কমে যাচ্ছে। চিন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দিল্লি জানিয়েছে, চিন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া।

ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক চালিয়েছে কেন্দ্র৷ দফায় দফায় টিকটক-সহ শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে, এই অ্যাপগুলি ভারতের ঐক্যতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষার পক্ষে ক্ষতিকর৷