Thursday, September 19, 2024
দেশ

ইজরায়েলের কাছ থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে ভারত

নয়াদিল্লি: মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা দিয়ে এস–৪০০ ট্রায়াম্ফ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত। এবার ৭৭৭ মিলিয়ন ডলার দিয়ে ইজরায়েলের সঙ্গে নতুন চুক্তি সই করল ভারত। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ভারত ও ইজরায়েলের এই চুক্তিতে রীতিমত চিন্তিত।

সূত্রের খবর অনুযায়ী, ইজরায়েলের কাছ থেকে এলআরসিএম মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এই মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি বসানো হবে দেশের ৭টি যুদ্ধজাহাজে। যেগুলি শত্রুপক্ষের উপরে নজরদারি চালাবে। ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্টিসের সঙ্গে চুক্তি সই করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)।

প্রসঙ্গত, আমেরিকা, রাশিয়ার পর ইজরায়েলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। এর আগে গত বছরও ইজরায়েলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নৌ এবং সেনাবাহিনীর জন্য মিসাইল ডিফেন্স কিনেছে ভারত।