Monday, March 17, 2025
দেশ

ইসরায়েলের কাছ থেকে ১০০টি অত্যাধুনিক ‘স্পাইস বোমা’ কিনছে ভারত

নয়াদিল্লি: ভারত ইসরাইলের কাছ থেকে ৩০০ কোটি দিয়ে ১০০টি স্পাইস বোমা কিনছে। গত বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনী এ ব্যাপারে ৩০০ কোটি টাকার চুক্তি সই করেছে। মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটিই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম চুক্তি। চুক্তি অনুযায়ী, ইসরাইল আগামী তিন মাসের মধ্যে অত্যাধুনিক স্পাইস বোমা ভারতকে হস্তান্তর করবে। এরফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি আরও বাড়বে।

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের সময় ইসরাইলের ওই বিধ্বংসী বোমা ব্যবহার করেছিল ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি স্পাইস বোমাগুলোর কার্যকারিতা সুনির্দিষ্ট। মাটির নিচে বাঙ্কার কিংবা দুর্গের মতো করে তৈরি করা কংক্রিটের নির্মাণ ধ্বংস করতে স্পাইস বোমার জুড়ি মেলা ভার। এই বোমা দিয়ে ৬০ কিলোমিটার দূরত্বের মধ্যে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়া যায়। এই বোমাগুলো ব্যবহারের জন্য যেসব আনুষঙ্গিক সরঞ্জাম প্রয়োজন, সেগুলোও সরবরাহ করে প্রস্তুতকারী সংস্থা।

স্পাইস বোমার সবচেয়ে বড় সুবিধা এর আকার। তুলনায় ছোট হওয়ায় সহজে বহনযোগ্য। নিরাপদ দূরত্ব থেকে আঘাত করা যায়। এমনকি আকাশে ঘন মেঘ বা প্রচণ্ড খারাপ আবহাওয়াতেও এর কার্যকারিতা নষ্ট করতে পারে না। ফলে যে কোনো পরিবেশে শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করতে কার্যত অপ্রতিরোধ্য এই বোমাগুলো।

‘দ্য উইক’ ম্যাগাজিনের মতে, এই বোমায় রয়েছে অভ্যন্তরীণ নেভিগেশন প্রযুক্তি। তার সঙ্গে স্যাটেলাইট গাইডেড ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর থাকায় লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানা সম্ভব। প্রযুক্তিগত দিক থেকেও শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস করার ক্ষেত্রে স্পাইস বোমার বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

এছাড়া প্রযুক্তিগত কারণেই এই বোমাগুলো রাডারে ধরা পড়ার সম্ভাবনাও খুব কম। নিখুঁত নিশানা, আকারে ছোট এবং প্রযুক্তিগত এই সব সুবিধার জন্যই ভারতীয় বিমানবাহিনী স্পাইস-২০০০ বোমা গত প্রায় চার বছর ধরে ব্যবহার করে আসছে। ফ্রান্সের কাছ থেকে কেনা মিরাজ-২০০০ যুদ্ধবিমানের সাহায্যে এই বোমাগুলো ছোড়া যায়।