Sunday, September 15, 2024
দেশ

ইসরায়েল থেকে ৭৭৭ মিলিয়ন ডলারে অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম কিনছে ভারত

জেরুজালেম: শত্রুর আক্রমণ থেকে আকাশ ও ভূমি নিরাপদ রাখতে মিসাইল প্রতিরক্ষা সিস্টেম কিনছে ভারত। এ লক্ষ্যে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ৭৭৭ মিলিয়ন ডলারের একটি চুক্তিও করেছে ভারত। ইসরায়েলের নৌবাহিনী এই ডিফেন্স সিস্টেম ব্যবহার করে।

ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্টিসের (আইএআই) থেকে ভারত ব্যারাক-৮ নামক অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম কিনছে। সেই সাথে ভারত সাতটি যুদ্ধযানও কিনবে। এসবের জন্য আইএআই-এর সঙ্গে ভারতের ৭৭৭ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)। ব্যারাক-৮ ভারতের নৌবাহিনীর সঙ্গে যুক্ত করা হবে। যা দেশটিতে মিসাইল ও আকাশ পথে হামলা প্রতিরোধ করতে সহযোগিতা করবে।

এ চুক্তি সম্পর্কে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদোর লেবারম্যান জানিয়েছেন, এসব চুক্তি রাষ্ট্রের দায়বদ্ধতার মধ্যে নয়, আইএআইয়ের নিজস্ব অর্জন। এটা তারাই দেখে। সংস্থাটির হিসেবে, গত কয়েক বছরে ব্যারাক-৮ সিস্টেমটি বিক্রি করে ৮ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে তাদের। এর মধ্যে ভারতই গত বছর ২ বিলিয়ন মার্কিন ডলারের মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে।

উল্লেখ্য, আমেরিকা, রাশিয়ার পর ইসরাইলের কাছ থেকেই সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত। এর আগে গত বছরও ইসরাইলি সংস্থার কাছ থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মিসাইল ডিফেন্স কিনেছে ভারত। এরপর ৬৩০ মার্কিন ডলারের বিনিময়ে বারাক-৮ মিসাইল কেনার চুক্তিও করেছিল ভারত। এই বারাক-৮ মিসাইল ভারত ও ইসরাইলের যৌথ উদ্যোগেই তৈরি করা হয়েছে।