Wednesday, October 9, 2024
কলকাতা

কলকাতাকে দেশের রাজধানী ঘোষণা করা হোক: মমতা

কলকাতা: শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানালেন, কলকাতাকে ফের দেশের রাজধানী ঘোষণা করা হোক। মুখ্যমন্ত্রীর কথায়, এত বড় দেশ ভারত। আর তার রাজধানী কেবল দিল্লিই থাকবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একসময় ভারতের রাজধানী ছিল কলকাতা। তাই কলকাতাকে ফের ভারতের অন্যতম রাজধানী করা হোক।

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল। কলকাতা থেকে ইংরেজরা ভারতে শাসনকার্য চালাতেন। আজ ভারতের একটা রাজধানী হবে কেন? চারটে রাজধানী থাকা উচিৎ।‌ আমার মতে, ভারতের একটা রাজধানী কলকাতা করা হোক।

‌কলকাতাকে ভারতের রাজধানী করার কারণ হিসেবে মমতা বলেন, ‌আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্মদাতা ছিল বাংলা, বিহার। নবজাগরণ শুরু হয়েছে বাংলা থেকে। বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা নিবারণ— ভারতের এ সব সামাজিক সংস্কারের জন্ম হয়েছে বাংলা থেকে। তাই বাংলা সইবে না কোনও অবহেলা। বাংলা মাথা নীচু করতে জানে না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে।

মুখ্যমন্ত্রী দাবি জানান, দেশের চার প্রান্তে— দক্ষিণ, উত্তর, পূর্ব ও উত্তর পূর্বে ভারতের রাজধানী থাকতে হবে। এ নিয়ে সংসদীয় অধিবেশনে দাবি জানানো হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। তাঁর মতে, দক্ষিণে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ বা কেরল;‌ উত্তরে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান বা মধ্যপ্রদেশ;‌ পূর্বে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গে কলকাতা এবং আর একটা উত্তর–পূর্বাঞ্চলে রাজধানী করা হোক।

কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। ওয়ান লিডার, ওয়ান নেশন? ওয়ান নেশন কার্ড, ওয়ান নেশন? ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন — হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন?‌ উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া।