Thursday, June 19, 2025
Latestদেশ

জার্মানিকে টপকে ২০২৬ সালে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত, বলছে সমীক্ষা

লন্ডন: ভারতের জাতীয় আয় বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশে গিয়ে ঠেকেছে। যা নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে মোদী সরকার। তবে এর মধ্যেই আশার কথা শোনাল যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR)।

সিইবিআর জানিয়েছে, বিশ্বে ক্রমশ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসছে ভারত। ২০২৬ সাল নাগাদ আর্থিক বৃদ্ধির নীরিখে ভারত ছাপিয়ে যাবে জার্মানিকেও, বিশ্বের চতুর্থ বৃহত্‍ অর্থনীতি হিসেবে উঠে আসতে পারে ভারত। ২০১৯ সালে ভারত ফ্রান্স ও ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম অর্থনীতি হয়েছে ভারত।

সিইবিআর আরও জানিয়েছে, ২০৩৪ সাল নাগাদ জাপানকে ছাপিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৪ সাল নাগাদ ভারত ৫ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হবে। তবে সিইবিআরের হিসেব অনুযায়ী, তা ওই লক্ষমাত্রায় পৌঁছাতে ভারতের সময় লাগবে আরও ২ বছর বেশি।

বিরোধীরা জিএসটি নিয়ে বরাবরই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এসেছেন। কিন্তু এই রিপোর্ট বলছে, অর্থনীতিতে এই সংস্কারের সুফলই পরোক্ষে পাচ্ছে ভারতীয় অর্থনীতি। যার আরও সুফল পাওয়া যাবে আগামী সময়ে। ২০১৮ সালে ভারতের গড় জিডিপি রেট ছিল ৭.৩ শতাংশ। যদিও ২০১৯-এ সেই হার কমে ৪.৫ শতাংশে এসে ঠেকেছে।