ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন পুতিন
নয়াদিল্লি: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের শেষে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক সূত্রে খবর, ওই সফরে ভারত-রাশিয়ার মধ্যে পরস্পরের সামরিক ঘাঁটি অবাধ ব্যবহার সংক্রান্ত চুক্তি সই করা হবে। এর ফলে ভারত-রাশিয়া একে অন্যের সামরিক ঘাঁটি ব্যবহার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করতে পারবে।
কূটনৈতিক সূত্রে খবর, এই চুক্তির ফলে দু’দেশের মধ্যে যৌথ মহড়া এবং প্রশিক্ষণের সুযোগ বাড়বে। পাশাপাশি, ভারতের বিশাখাপত্তনম এবং মুম্বাই বন্দরকে জ্বালানি ভরার জন্য ব্যবহার করতে পারবে রাশিয়ার নৌযান। ভারতও ব্যবহার করবে রাশিয়ার বন্দর এবং বিমানঘাঁটি।
এছাড়া ভারত-রাশিয়ার মধ্যে চেন্নাই-ভ্লাদিভস্তক নৌ রুটটি ফের চালু করা হবে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় জলপথে ভারত-রাশিয়া নৌ সেনা সহযোগিতা বাড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঐতিহাসিক সামরিক চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। এর ফলে ইন্দো-প্যাসিফিক সামরিক শক্তি বিনিময় করতে পারবে ভারত-অস্ট্রেলিয়া। লজিস্টিক সাপোর্ট চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও করেছে ভারত।