বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্ম চ্যাম্পিয়ন হল ভারত ও রাশিয়া
নয়াদিল্লি: রবিবার প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হল ভারত ও রাশিয়া। ফাইনাল খেলা চলাকালীন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন যায় ভারতীয় দাবাড়ুদের। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুই দেশকে যুগ্মজয়ী ঘোষণা করে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE)।
রবিবার ফাইনালে রাশিয়াকে কোণঠাসা করে ফেলে ভারত। তবে শেষ পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে সময় নষ্ট হওয়ায় বিশ্ব দাবা অলিম্পিয়াডে পরাজিত হয় ভারত। নিহাল সারিন ও দিব্যা দেশমুখ নির্ধারিত সময়ের মধ্যে গেম শেষ করতে না পারায় রাশিয়াকেই বিজয়ী ঘোষণা করে FIDE।
প্রযুক্তিগত সমস্যার কারণে বিতর্কিত ভাবে খেলা শেষ হওয়ায় ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে FIDE-এর কাছে আবেদন জানায় ভারত। উল্লেখ্য, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জেতার মতো পজিশনে ছিলেন দিব্যা দেশমুখ। এরপর FIDE-এর ডিরেক্টর জেনারেল এমিল সুতোভস্কি জানান, ভারতের আবেদন পর্যালোচনা করে দেখা হচ্ছে। ঘণ্টাখানেক পরেই ভারত ও রাশিয়াকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।
এমিল সুতোভস্কি জানান, তাঁরা ভারত-রাশিয়া দুই দলকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত-রাশিয়া দুই দেশের প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে স্বর্ণ পদক।
তবে প্রযুক্তিগত সমস্যার ঘটনা এই প্রথম নয়, এর আগে কোয়ার্টার ফাইনালে আর্মেনিয়ার বিরুদ্ধে খেলার সময়ও সার্ভার ক্র্যাশ করার অভিযোগ উঠেছিল। যদিও সেই আবেদন শেষ পর্যন্ত খারিজকরে দেয় FIDE। তবে এবার ফাইনালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটল।


