বড় সাফল্য মোদী সরকারের, সুইস ব্যাঙ্কের গোপন অ্যাকাউন্টের হদিশ কেন্দ্রের হাতে
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কালো টাকার বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছিল, তাতে সাফল্য এল। সুইস ব্যাঙ্কে যে সব ভারতবাসীর অর্থ গচ্ছিত রয়েছে, সেই সম্পর্কিত বিশদ তথ্যের প্রথম তালিকা মোদী সরকারের হাতে তুলে দিয়েছে সুইজারল্যান্ড সরকার।
২০১৬ সালে ভারত ও সুইজারল্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য আদান প্রদান সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে, চুক্তিটি ২০১৮ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হয়। প্রথম দফায় মোট ৭৫টি দেশের নাগরিকদের অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে, যার একটি ভারত। গত বছর ৩৬টি দেশকে এ ধরনের তথ্য সরবরাহ করা হয়েছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে পরবর্তী তালিকা দেওয়া হবে।
সুইত্জারল্যান্ডের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, যে দেশগুলির সঙ্গে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তি হয়েছিল, সেই দেশগুলিকে তথ্য দেওয়া হয়েছে। ২০২০ সালে ফের তথ্য দেওয়া হবে।
২০১৮ সালে জুরিখের সুইস ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল, ৩ বছর ঘাটতির পর, ২০১৭ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থ মজুত করার পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭ হাজার কোটি টাকায়।